নগরীতে ৭ কোচিং সেন্টার সিলগালা করলো র‌্যাব

82

কোতোয়ালী ও হালিশহর থানা এলাকার ৭টি কোচিং সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে র‌্যাব। সরকারের আদেশ অমান্য করে অবৈধভাবে পরিচালনাকারী কোচিং সেন্টারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। বন্ধ করে দেওয়া কোচিং সেন্টারগুলো হলো, স্টাডি পয়েন্ট, প্রমীলা টিচিং হোম, রাসেল স্পেশাল কেয়ার, আন্না কেয়ার, বেসিক পয়েন্ট, এডুকেশন সেন্টার ও আমাদের পাঠশালা।
র‌্যাব-৭ এর এএসপি কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, নগরীর কোতোয়ালী থানা সতীশবাবু লেনের স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের মালিক আশিক দেব তুষার (২১) এবং সৌরভ মহাজনকে (১৯) ২০০ টাকা করে জরিমানা করা হয় এবং কোচিং সেন্টারটি সিলগালা করা হয়। এছাড়া একই থানার বান্ডেল রোড এলাকার প্রমীলা টিচিং হোমের মালিক সুমন মজুমদার, চুড়িয়াটুলির ‘রাসেল’স স্পেশাল কেয়ারের মালিক নীল রাসেল সোহার (৪৩), পাথরঘাটা মুসা কলোনির আন্না কেয়ারের মালিক আন্না আচার্যী, আশরাফ আলী রোডের বেসিক পয়েন্ট কোচিং সেন্টারের মালিক মো. ইমরানুল হক, হালিশহর ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকার এডুকেশন সেন্টারের মালিক মাসুদুর রহমান এবং একই থানা এলাকার আমাদের পাঠশালা কোচিং সেন্টারের মালিক আবু তাহেরকে জরিমানা করার পাশাপাশি কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।
র‌্যাব ৭ এর সহকারী পরিচালক মিডিয়া মো. মাশকুর রহমান জানান, আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল নগরীর কিছু কিছু এলাকায় সরকারের আদেশ অমান্য করে কতিপয় ব্যক্তি অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করে আসছে। এ ধরনের তৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কোচিং সেন্টারের ৮ মালিককে জরিমানা করা হয়।