‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার’

10

 

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, বাজারে শুধু তেলের দাম বেড়েছে তা নয়, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের এখন দিশেহারা অবস্থা। এই অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষকে রূপকথার গল্প শুনিয়েছিলো। দশ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, গ্রামকে শহরে রূপান্তর করবে। কিন্তু এখন দশ টাকায় চালের বদলে ঘরে ঘরে হাহাকার দিয়েছে। গত ১৮ মে সিনেমা প্যালেস মোড়স্থ ইসলামীয়া সিটি হলে আন্দরকিল্লা ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন।
বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের (কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানা) অধীনে আন্দরকিল্লা ওয়ার্ডের ফরমপুরন ও সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এম এ আজিজ বলেন, বিএনপিসহ বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করতে সরকার ওঠেপড়ে লেগেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয কে মিথ্যা মামলায় জড়িয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই সর্বগ্রাসী আগ্রাসন রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এড. পারভিন আকতার চৌধুরী, সাবেক সদস্য ইউসুফ শিকদার, বেগম লুৎফুন্নেসা, ওয়ার্ড় বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নুর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নাজমুল হক ফিরোজ, জসিম উদ্দীন, মো. মিয়া, মো. হারুন প্রমুখ। বিজ্ঞপ্তি