দ্বীনি শিক্ষা ও মানবসেবায় অবদান রাখবে বায়তুশ শরফ : হুইপ

23

পটিয়া প্রতিনিধি

পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি মানবসেবার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদান রাখবে বায়তুশ শরফ কমপ্লেক্স। দুনিয়া-আখেরাতে শান্তি ও মুক্তি লাভ করতে সর্ব প্রথম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। এজন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি মানবসেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটিয়ায় নব-নির্মিত বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসা, বায়তুশ শরফ শাহ্ আখতরিয়া হেফজখানা ও বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন এতিমখানার দৃষ্টিনন্দন ৬ তলা বিশিষ্ট ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শনিবার বিকেলে এস আলম গ্রæপের আর্থিক সহযোগিতায় নির্মিত এ ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। আর এর মধ্য দিয়েই শুরু হয়েছে প্রতিষ্ঠানটির ২০২৩ সালের শিক্ষা কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানে ইত্তেহাদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, কাউন্সিলর গোফরান রানা, বায়তুশ শরফের জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, আহম্মদ কবির, মো. জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান, মাদ্রাসার সুপার হাফেজ মৌলানা সরোয়ার হোসেন, মৌলানা সালাউদ্দিন বেলাল। উপস্থিত ছিলেন মো.মাইনুদ্দিন, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ জসিম, হাফেজ আবুল কালাম, মৌলানা শেহাব উদ্দিন, আবু জাফর চেয়ারম্যান প্রমুখ।