দ্বিতীয় দিনে ফরম নিলেন চট্টগ্রামের আরও ৬৮ জন

27

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন আরও ৬৮ জন। গতকাল ৭১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ নিয়ে গত দুইদিনে চট্টগ্রামের ১৩৩ জন নেতা বিভিন্ন আসনের ১৪৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম. আব্দুল লতিফ, মোস্তাফিজুর রহমান চৌধুরীও রয়েছেন।
এছাড়াও রাঙামাটি আসনে সংসদ সদস্য দিপংকর তালুকদারসহ তিনজন, কক্সবাজারে সাংসদ আশেক উল্লাহ রফিক, শাহীন আক্তারসহ ২৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রথমদিনের মতো গতকাল রবিবারও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশী নেতা ও তাঁদের সমর্থকরা।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, ‘চট্টগ্রামে দ্বিতীয় দিনে ১৬টি আসনের ৭১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এতে ৩৫ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে। এরমধ্যে তিনজন নেতা দুটি করে আসনে ফরম সংগ্রহ করেছেন।’
জানা যায়, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে খোরশেদ আলম, একেএম বেলায়েত হোসেন, মো. দিদারুল আলম দু’টি করে আসনে ফরম নিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে একেএম বেলায়েত হোসেন, মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আফতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৩ (স›দ্বীপ) আসনে মো. জাফর উল্লাহ, মানিক মিয়া তালুকদার, একেএম বেলায়েত হোসেন, মহিউদ্দিন আহমেদ, মো. জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক আংশিক) আসনে এসএম আল মামুন, দিদারুল আলম, চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, রতেন্দু ভট্টচার্য্য, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক আংশিক) আসনে মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ইউনুছ, বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মো. মুসলিম উদ্দিন চৌধুরী, ইমরানুল কবির, মোহাম্মদ আবুল কালাম, দেবাশীষ পালিত, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) আসনে মো. মোবারক আলী, মো. বেলাল হোসেন, সেলিনা খান, আবদুচ ছালাম, এসএম কফিল উদ্দিন, মো. দিদারুল আলম, কাজী শারমিন সুমি, এসএম নুরুল ইসলাম, বিজয় কুমার চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মহিবুল হাসান চৌধুরী, মুজিবুর রহমান, মো. দিদারুল আলম, মো. শহিদুল আলম, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে কেবিএম শাহজাহান, মো. খোরশেদ আলম, মোহাম্মদ ইউনুছ, সৈয়দ মাহমুদুল হক, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মো. খোরশেদ আলম, নজরুল ইসলাম বাহাদুর, এম. আবদুল লতিফ, দেবাশীষ পাল দেবু, রেখা আলম চৌধুরী, মো. জাবেদ ইকবাল, সওগাতুল আনোয়ার খান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চেমন আরা বেগম, সত্যজিৎ দাশ রুপু, হাজী মুহাম্মদ হারুনুর রশিদ, জুলকারনাইন চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে শাহজাদা মহিউদ্দিন, সমীরন নাথ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে মোহা. কায়কোবাদ ওসমানী, মোহাম্মদ আবদুল কৈয়ম চৌধুরী, মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, মো. জাহিদুল ইসলাম, মীর মো. মহিউদ্দিন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আব্দুল মোতালেব, সাজেদা সুরাত, মো. মইনুল ইসলাম মামুন, কামরুন নাহার, মোহাম্মদ আমান উল্লাহ জাহাঙ্গীর, মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, আ.ম.ম মিনহাজুর রহমান, মো. এরশাদুল হক, মো. জসীম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আবদুল্লাহ কবির, মোহাম্মদ জমির উদ্দিন সিকদার, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান, আবু নাছের মো. সরওয়ার আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নুরুল আজিম কনক, সালাহউদ্দিন আহমেদ, আমিনুল হক, রেজাউল করিম, মো. আশরাফুল ইসলাম, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে আশেক উল্লাহ রফিক, মকছুদ মিয়া, সিরাজুল মোস্তফা, কক্সবাজার-৩ (সদর) আসনে রনজিত দাশ, মুজিবুর রহমান, মোহাম্মদ নজিবুল ইসলাম, নাজনীন সরওয়ার, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মাহবুব মোরশেদ, শাহ আলম চৌধুরী, জাফর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, আবদুর রহমান বদি, শাহীন আক্তার, মো. আবু তাহের, সোহেল আহমদ, মো. নুরুল বশর, সাধনা দাশগুপ্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রাঙামাটি আসনে দিপংকর তালুকদার, নিখিল কুমার চাকমা, অমর কুমার দে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।