দোহাজারীতে এইডস্ দিবস পালিত

24

“সম্প্রদায়গুলো এই পার্থক্য তৈরী করে”। এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে ১ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় চন্দনাইশ উপজেলার দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প লট-১ দোহাজারী তমা কনস্ট্রাকশন লিঃ সি.আর.ই.সি ও রুরাল ডেভেলপমেন্ট কাউন্সিল আর(ডি.সি) এর উদ্যোগে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে এক বিশাল র‌্যালি দোহাজারী রেলওয়ে স্টেশন হইতে পৌরসভা সদরস্থ প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, রুরাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এইচ.আই.ভি/এইডস্ প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন, রিসেটেলমেন্ট এন্ড জেন্ডার স্পেশালিষ্ট কাজী শামসুদ দোহা, সিনিয়র কনসালটেন্ট ব্রিজ ইঞ্জিনিয়ার মো. আলীনুর, পি.এম.সি জেন্ডার স্পেশালিষ্ট রেহেনা নাসরিন, সি.আর.ই.সি ব্রীজ হেলথ এন্ড সেফটি ম্যানেজার উইলিয়াম লিঁও, ই.ডি সেলিনা আক্তার, ডা. মনজুরুল ইসলাম, তমা কনস্ট্রাকশন ডিপিএম ব্রীজ টি.সি.এল এর মাহফুজুর রহমান, সেফটি অফিসার মো. মুমিনুল ইসলাম। বক্তারা বলেন, এইডস্ একটি মরণ ব্যাধি রোগ, এই ভাইরাল এইচ.আই.ভি মানুষের শরীরে প্রবেশ তার রোগ প্রতিরোগ ক্ষমতা নষ্ট করে দিতে পারে। এইডস্ এর কোণ চিকিৎসা নাই। কাজেই এই প্রতিরোধের একমাত্র উপায় ধর্ম ও সামাজিক রীতিনিতি চললে এইচ.আই.ভি সংক্রমিত হবার সম্ভবনা কম থাকে। বিজ্ঞপ্তি