নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষ দুই বেলা খেতে পায় না। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন। জিনিস পত্রের দাম বেড়েছে। দেশ আজ মহাসংকটের মধ্যে আছে। আজকে ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই মানুষ জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।’
গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ছিদ্দিকুল ইসলাম স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হালিশহরের শফি কন্ট্রাক্টরের সন্তান ছিদ্দিকুল ইসলামের স্মৃতিচারণ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ছিদ্দিকুল ইসলাম ছিলেন একজন শ্রমিক নেতা ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি ছিলেন সেই পরীক্ষিত নেতা যিনি শ্রমিক স্বার্থ রক্ষায় নিজের স্বার্থ কখনও দেখেন নি। তার মৃত্যুতে এদেশের শ্রমজীবী জনগণের বিরাট ক্ষতি হয়েছে যা পূরণ করা সম্ভব নয়। অমায়িক ব্যবহার, দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম আর সততার সঙ্গে দায়িত্ব পালন ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। আর এ কারণেই তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে সবার শ্রদ্ধা অর্জনে সমর্থ হয়েছিলেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস’র সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, ছাত্র অবস্থায় ছিদ্দিকুল ইসলাম রাজনীতিতে যোগদান করে স্বীয় কর্মদক্ষতা, মেধা ও গণমুখী ভূমিকার কারণে এলাকার মানুষের প্রিয়জন হিসেবে অবির্র্ভূত হন। তিনি দুঃখ-কষ্টে নিজের মনোবল অটুট রেখেছেন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। নীতি ও আদর্শের সঙ্গে তিনি কখনোই আপস করেননি।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেন, ছিদ্দিকুল ইসলাম’র চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আকর্ষণীয়। একজন বিনয়ী ও অমায়িক ব্যবহারসম্পন্ন মানুষ হিসেবে তিনি জনগণের ভালোবাসা অর্জনের সমর্থ হয়েছিলেন। দানশীলতা, পরোপকার আর উদারতা তার চরিত্রকে করেছিল মহিমান্বিত।
গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা জোনায়েদ সাকি বলেন, ছিদ্দিকুল ইসলাম একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন এবং দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতা ও কর্মীদের শ্রদ্ধাভাজন ছিলেন। মানুষের সেবা ছিল তার জীবনের ব্রত। আর্তমানবতার সেবায় তিনি দান করেছেন অকৃপণ হস্তে। দেশের এ দুঃসময়ে ছিদ্দিকুল ইসলাম’র মতো ত্যাগী নিষ্ঠাবান আর সৎ নেতার বড় বেশি প্রয়োজন ছিল।
ভাসানী অনুসারী পরিষদ’র আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ছিদ্দিকুল ইসলাম আজ নেই। তিনি আর কোনোদিন ফিরেও আসবেন না। তিনি ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, শ্রমিক সংগঠক, একজন খাঁটি দেশপ্রেমিক, একজন শীর্ষস্থানীয় সমাজসেবক ও একজন নিষ্ঠাবান আদর্শ মানুষ। সভায় মরহুম ছিদ্দিকুল ইসলাম’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।