ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অবস্থিত দেশের শতবর্ষী ইসলামি শিক্ষা কেন্দ্র জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার দুই দিন ব্যাপী ১১২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া দু’দিন ব্যাপি এ সম্মেলনে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী বড় মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।
মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, মুফতি জসিম উদ্দীন, মাহমুদুল হাসান ফতেহপুরী, মুফতি কুতুব উদ্দিন নানুপুরী, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মুফতি মাসুম বিল্লাহ আল-হাবিবী, শেখ হোসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, গাজী সানাউল্লাহ রহমানী, মুজিবুল হক ফরায়েজী, মেরাজুল ইসলাম মাজহারী, মুফতি কামাল উদ্দিন, মাওলানা ঈসমাঈল খান, মাওলানা আনিসুর রহমান সহ ইসলামী স্কলাররা। দুই দিন ব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে বক্তারা বলেন, এ দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এ দেশে নাস্তিক্যবাদী শক্তির কোনো স্থান নেই। আগামীতে ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী যে কোনো চক্রান্ত কঠোর হস্তে প্রতিহত করবে।