চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘Islamic Finance Towards Sustainable Development Goals’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। গেস্ট অব অনার ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এম. কবীর হাসান। চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন চবি ফাইন্যান্স বিভাগের প্রফেসর এবং সেমিনার সাব কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, জ্ঞান-গবেষণার উর্বর ক্ষেত্র হলো বিশ^বিদ্যালয়; আর বিশ^বিদ্যালয়ের অন্যতম কাজ হচ্ছে জ্ঞান সৃজন ও তা বিতরণ। সেমিনার-সিম্পোজিয়াম ও কর্মশালায়নির্দিষ্ট বিষয়ের উপর গভীরভাবে আলোচনার মাধ্যমে এ লক্ষ্য অনেকাংশে বাস্তবায়িত হয়। তার মধ্য দিয়ে জ্ঞান-গবেষণার নতুন নতুন উদ্ভাবনী পন্থা বেরিয়ে আসে। এছাড়াও নির্দিষ্ট বিষয় ভিত্তিক যৌক্তিক আলোচনা-সমালোচনা নিয়মিত আয়োজনের মাধ্যমে পেশাদারদের পারদর্শিতা বৃদ্ধি করার সুযোগ অবারিত হয়।
তিনি বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি নির্ভর করে অর্থনৈতিক সমৃদ্ধির উপর। যে দেশ অর্থনৈতিকভাবে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। টেকসই উন্নয়ন ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টিকিয়ে রাখা কষ্টসাধ্য। তাই এ লক্ষ্যে অর্থনীতিকে টেকসই করতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে চিন্তা করা সময়ের দাবী। তিনি বলেন, ধর্মীয় অনুশাসন ও নীতি-নৈতিকতা বজায় রেখে ইসলামিক ফাইন্যান্স কিভাবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখতে পারে এ সেমিনারে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে তা উঠে আসবে।
সেমিনার শেষে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি