দেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে

28

চট্টগ্রামের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বর্তমানে ত্রাণ, দুর্যোগ ও শরণার্থী কমিশনার মো. মিজানুর রহমান যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ২৫তম ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২১ মে সিজেকেএস শপিং কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠন সভাপতি নুর হোসাইন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর, ইনতিখাব কাফু, আবসার মাহফুজ, আশরাফুল হক স্বপন, হাসনাত বারী, শাহজাহান রিপন, আমজাদ হোসেন, মাঈন উদ্দিন জাহেদ, সাবিরা সুলতানা, মোহাম্মদ ছায়েফ উল্লাহ, শাব্বির আহমদ, সাইফুল ইসলাম, আমির হোসেন মানু, আলী আজমল সুমন, ফারজানা মুনমুন, হোসনে আরা পাপ্পু, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, লোকপ্রশাসনে যতো বেশি জ্ঞানবান, সৎ, দক্ষ ও যোগ্যদের সমাবেশ ঘটবে ততোই দেশের টেকসই উন্নয়ন সুনিশ্চিত হবে, প্রশাসন জনবান্ধব হবে, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রয়াসে দেশ এগিয়ে যাবে। চবি ২৫তম ব্যাচের মতো সবাই যদি যার যার অবস্থান থেকে ভুমিকা রাখে তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাক্সিক্ষত ‘সোনার বাংলা’ বিনির্মাণের পথ মসৃণ হয়ে যাবে। বিজ্ঞপ্তি