বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে ‘দূরে থেকেও কাছে যারা’ শিরোনামে প্রবাসী লেখকদের রচিত কবিতা পাঠ, শিশু সাহিত্যিক সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাবন্ধিক গবেষক ও শিক্ষাবিদ ড. মাহবুবুল হক। অনুষ্ঠানে তিনি বলেন, শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবটি চট্টগ্রামের সাহিত্য সম্মেলনে পরিণত হয়েছে। শিশু সাহিত্যিক ও শিশু কিশোরদের আগমন এই মেলাকে ভিন্ন একটি আঙ্গিক দিয়েছে। শিশুর মন বুঝতে না পারলে একজন শিশু সাহিত্যিক হওয়া বড় দুষ্কর। শিশুদের মনে রঙিন কল্পনা জাগাতে, রূপে রঙে তাদের মনন তৈরিতে কাজ করতে হবে শিশু সাহিত্যিকদেরকেই। সভাপতিত্ব করেন দীপক বড়ুয়া। ‘দূরে থেকেও কাছে যারা’ শিরোনামের পর্বে সঞ্চালনা করেন আয়েশা হক শিমু। এই পর্বে লুৎফর রহমান রিটন, অজয় দাশগুপ্ত, বিশ্বনাথ চৌধুরী বিশু, সনতোষ বড়ুয়া, সুদীপ্ত দেব, খালেদ সরফুদ্দীন, শামস চৌধুরী রুশো, শ্রীধর দত্ত, সুলতানা নুরজাহান রোজী, মির্জা মোহাম্মদ আলী, দিল মোহাম্মদ, ঝর্ণা বড়ুয়া, রওশন আরা বিউটি রচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন করবী চৌধুরী, ডা. কল্যাণ বড়ুয়া প্রমুখ।