কর্ণফুলীর চরপাথরঘাটা সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের ৩৬ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের উদ্যেগে বিনামূল্যে খতনা ক্যাম্প, বিজয় র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আজিম আলী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন হাকিম আলী ও উদ্বোধক ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ। ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের ৩০ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়। সভায় বক্তব্যে রাখেন শাহজাহান ফারুকী, এম এ ছালাম, শামসুল আলম, ইঞ্জিনিয়ার হারুন রশীদ, মাঈন উদ্দীন, আবুল কাশেম, বানাজা বেগম, জলিল আহমদ, মুছা সিকদার, রমজান আলী রমু, নাছির নাহিদ, সাজ্জাদ সাজিদ, উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সাঈদ হোসেন রিমন, ওমর ফারুক রানা, রুবেল আরিফ, আলী আকবর, মসুদ আরাফাত।