ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে গতকাল দু’টি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে দুপুরে বিসিআইসি ক্রীড়া সংসদ ও ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের খেলা ১-১ গোলে এবং বিকেলে রেলওয়ে রেঞ্জার্স ও জেলা পুলিশ একাদশের খেলা ২-২ গোলে ড্র হয়। লাকী স্টারের সাগর ও বিসিআইসি’র বিল্লাল এবং রেলওয়ে রেঞ্জার্সের সাকিব (বড়) একাই দুই গোল করেন। আর পুলিশের রায়হান ও নোমান আল করিম গোল করেন। ৩ খেলা শেষে লাকী স্টারের ৭, রেলওয়ে’র ৪, পুলিশ একাদশ ও বিসিআইসি’র ২ পয়েন্ট।
প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় লাকী স্টার ক্লাবের সাগরের হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর, বিশিষ্ট রেফারি বিশ্বজিত সাহা।
২য় ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে একে অপরকে আঘাত করায় দায়ে পুলিশের আনিস ও রেলওয়ে’র মনিকে লালকার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়। বাকি সময়ে উভয় দলকে দশজন নিয়ে খেলতে হয়। ম্যাচসেরা বিশ্বেশ্বর বড়–য়ার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম মাসুম। আজকের খেলা-কল্লোল সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব (২টা ৪৫)।