নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলীতে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ দোকান গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে কর্ণফুলী উপজেলার চরপাথারঘাটা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। সিডিএ’র জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ কের স্থানীয় একটি সিন্ডিকেট দখলে রেখেছিল বলে অভিযোগ আছে। অভিযানের মাধ্যমে সিডিএ নিজস্ব জায়গা দখলে নিয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী বলেন, সিডিএ’র জায়গায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা দখল করে রেখেছিলেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জায়গা উদ্ধার করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় আজ বুধবার আবারও উচ্ছেদ অভিযান পরিচালনার পরিকল্পনা আছে সিডিএ’র। ব্রিজঘাট বাজার থেকে মইজ্জারটেক পর্যন্ত সিডিএ’র জায়গায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। সিডিএ’র নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ বলেন, আজ (মঙ্গরবার) প্রথমদিনের অভিযানে কর্ণফুলীর ব্রিজঘাট এলাকায় একটি কাঁচাবাজারসহ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে বুধবার (আজ) সকালে আবারো অভিযান শুরু হবে। ব্রিজঘাট বাজার থেকে মইজ্জারটেক পর্যন্ত সিডিএ’র জায়গায় অবৈধ সবগুলো স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।