দুই রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা

22

নগরীর কাতালগঞ্জ এলাকায় পাতিল রেস্টুরেন্ট ও বাংলা ফুডস নামের দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও বাসি খাবার পরিবেশনের অভিযোগ আনা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, ভেজাল খাদ্যবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাতালগঞ্জ এলাকার পাতিল রেস্টুরেন্ট এবং বাংলা ফুডসে অভিযান পরিচালনা করা হয়। নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও বাসি খাবার পরিবেশনের দায়ে পাতিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাংলা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।