দুই ভবন মালিককে ৬ লাখ টাকা জরিমানা

9

নিজস্ব প্রতিবেদক

চান্দগাঁওস্থ চন্দ্রিমা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে একটি দল। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা পরিচালিত এই অভিযানে দুই ভবন মালিককে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান দল প্রথমে চন্দ্রিমা আবাসিক এলাকা কল্যাণ সমিতির অফিস গুড়িয়ে দেয়। কারণ অফিসটি নালার উপর নির্মাণ করা হয়েছিল। আবাসিকের ভেতরকার বিভিন্ন রাস্তার মাথায় দেয়াল তুলে সৃষ্টি করা প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা হয়।
তাছাড়া দু’টি প্লটের নালার উপর দোকান নির্মাণ ও পার্কিং এর জায়গা না রাখার কারণে ৩ নম্বর রোডের ৮২ নম্বর বাড়ির মালিক শামসুদ্দিনকে ৩ লাখ ও ৪ নম্বর রোডের ১০৩ নম্বর বাড়ির মালিক কফিল উদ্দিনকে ৩ লাখ টাকা জরিমানা করে সিডিএর অভিযান দল। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম, অথরাইজ অফিসার মোহাম্মদ ইলিয়াছ ও সহকারি প্রকৌশলী ফারুক আহমদ।