দাপুটে জয়ে জাতীয় লিগে ‘চ্যাম্পিয়ন’ চট্টগ্রাম বিভাগ

3

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে দুরন্ত জয় নিয়ে এবারের জাতীয় লিগ শুরু করেছিল চট্টগ্রাম বিভাগ। এরপর লাগামহীন ঘোড়ার মতো সব বাধা ডিঙিয়ে একের পর এক জয় তুলে নিতে থাকে চট্টগ্রাম। যদিও দ্বিতীয় রাউন্ডে খুলনার বিপক্ষে শেষ উইকেটে হেরে হোঁচট খেয়েছিল চট্টগ্রাম কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পথে সেটি বাধা হতে পারেনি উড়ন্ত চট্টগ্রামের সামনে।
ঘরের মাঠে (চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হাসান মুরাদের স্পিনে দ্বিতীয় ইনিংসে বেশি দূর যেতে পারেনি রাজশাহী বিভাগ। ছোট লক্ষ্যে ঝড় তুললেন মাহমুদুল হাসান জয়। অনায়াস জয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ট্রফি ঘরে তুলল চট্টগ্রাম বিভাগ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ছয় ম্যাচে চট্টগ্রামের পঞ্চম জয় এটি। সব মিলিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ম্যাচের প্রথম ইনিংসে রাজশাহীকে ১৮৯ রানে থামিয়ে চট্টগ্রাম করে ২৯০ রান। ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারে রাজশাহী গুটিয়ে যায় ১২৪ রানে। গ্রেফ ২.২ ওভারেই ২৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে চট্টগ্রাম।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুরাদ এবার ধরেন ৫ শিকার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বাদশ ৫ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া বাঁহাতি স্পিনারের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ উইকেট নেওয়া নাঈম হাসান জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চট্টগ্রামের এই অফ স্পিনারও ডাক পেয়েছেন আসন্ন টেস্ট সিরিজের দলে।