দক্ষিণ বাকলিয়ায় মজিদ সওদাগর জামে মসজিদে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এক লাখ টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে। গত ১৪ অক্টোম্বর জুমার নামাজের পর মসজিদ সংস্কারের জন্য শিক্ষা উপমন্ত্রীর পক্ষ থেকে এই অনুদান মসজিদ পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করেন যুবলীগ নেতা নাদিম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সমাজ কমিটির সভাপতি হাজী জয়নুল আবেদিন, মসজিদের মোতোয়াল্লি মো. নাজিম উদ্দিন, পেশ ইমাম মাওলানা নূর আহমদ, সমাজসেবক আবদুল গাফ্ফার, যুবলীগ নেতা সাঈদ রহিম, ফরহাদুল হক সিদ্দিকী, রেহাদুল ইসলাম সায়েম, আলি আকবর আসিফ, ফাহিম চৌধুরী, ঈরাষ খান, ছাত্রলীগ নেতা আল আমিন ও কায়সার প্রমুখ।