দক্ষিণ আফ্রিকায় ১৮ দুর্বৃত্তকে হত্যা করেছে দেশটির পুলিশ। অভিযান চালিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়। দেশটির পুলিশ এক বিবৃতিতে নিহত ১৮ জনকে ‘ডাকাত’ বলে উল্লেখ করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার সর্ব উত্তরের প্রদেশ লিমপোপোয় এ ঘটনা ঘটে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার লিমপোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় ১৮ সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, লিমপোপোর মাখাদো এলাকায় পুলিশের সঙ্গে একটি সংগঠনের বেশ কয়েকজন সদস্যের বন্দুকযুদ্ধ হয়। এ সময় কোনো পুলিশ সদস্য নিহত হয়েছেন কিনা, সে তথ্য পাওয়া যায়নি। তবে একজন কর্মকর্তা আহত হয়েছেন। অস্ত্রে সজ্জিত ডাকাত দলটি ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) লুটের পরিকল্পনা করছিল।