ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

13

চন্দনাইশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়। সকাল ৮টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি জানানো হয়। সকাল ১০টায় প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)’র সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। বিশেষ অতিথি ছিলেন এসএমসি সদস্য সদস্য মো. শাখাওয়াত হোসেন টিপু ও রাউলিবাগ মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাজেদা সুলতানা, জ্যেষ্ঠ শিক্ষক সমীরণ দত্ত, গোপাল বিশ্বাস, মো. নুরল হোসেন, কাঞ্চন চক্রবর্তী, শিউলী দাশ, হালিমা বেগম, শর্বরী দে, আমিনুল ইসলাম, নুর আইনান, পম্পী দাশ, সাইফুল ইসলাম, কালিচরন রায়, আজিজুর রহমান, অপু কুমার দেব, টিটন দাশ, সৈয়দ হাসান, মো. ওয়াসিম, উত্তম কুমার বড়ুয়া, জুয়েল শীল প্রমুখ। বিজ্ঞপ্তি