তৈমুর আলি খানকে নিয়ে অশান্তি! ঠিকই পড়েছেন। অশান্তি সাইফ আলি খান এবং কারিনা কাপূরের মধ্যে! আর এই তথ্য ফাঁস করেছেন খোদ কারিনা ! সদ্য এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, তৈমুরের জন্যই তাঁর ওপর রেগে যান সাইফ। তৈমুরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন কারিনা । ছেলের স্নান, খাওয়া, স্কুল এ সব কিছু নিয়ে চিন্তা করতে থাকেন তিনি। আর তাতেই রেগে যান সাইফ। কারিনার কথায়, ‘‘সাইফ আমাকে বলে, সারাক্ষণ তৈমুরকে নিয়ে চিন্তা করছ। ওকে অ্যাটেনশন দিচ্ছ। প্রতিদিন একই ঘটনা ঘটছে। সব সময় পৃথিবীর সব অ্যাটেনশন ওকে দিতে হবে, এটা ঠিক নয়।’’ একটি রেডিও সাক্ষাৎকারে হাজির ছিলেন সোহাও। তিনি জানিয়েছেন, তাঁদের বাবা মনসুর আলি খান পতৌদি কোনওদিন সন্তানদের সঙ্গে জোর গলায় কথা বলেনি। কোনটা ঠিক, কোনটা ভুল সেটা আলাদা করে বলে দেননি। তাঁর ব্যবহারেই স্পষ্ট হয়ে যেত। তবে কারিনার মতোই নিজের মেয়ে ইনায়ার ক্ষেত্রেও সব সময় অ্যাটেনশন দেন সোহা। সেটা পছন্দ করেন না তাঁর স্বামী কুণালও।