তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন চট্টগ্রামের ৬১ জন

86

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামের ৬১ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসন থেকে ৬৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এরমধ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদও আছেন। এছাড়াও কক্সবাজারের ১২ জন, বান্দরবানের দুইজন, খাগড়াছড়ির তিনজন ও রাঙ্গামাটির ছয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবমিলিয়ে বৃহত্তর চট্টগ্রামের ৮৩ জন নেতা ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনিয়ে গত তিনদিনে চট্টগ্রামের ১৬টি আসনে ২০৬টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতারা।
আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, ‘তৃতীয় দিনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নেতা ও তাঁদের সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল তা এই উৎসবেই প্রমাণিত। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে ফরম সংগ্রহ করছেন। গত তিনদিনে ২০৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।’
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) মোহাম্মদ মোস্তফা, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) হোসাইন মো. আবু তৈয়ব, ফখরুল আনোয়ার, সৈয়দ রাজিয়া মোস্তফা, মোহাম্মদ হারুন, তৌহিদ মু. ফয়সল কামাল, সরোয়ার উদ্দিন চৌধুরী, এমআর আজিম, মোহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সরোয়ার হাসান জামিল, রুমানা নাসরিন, রফিকুল ইসলাম,চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড ও চসিক আংশিক) আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, মহিউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক আংশিক) মো. নাছির হায়দার করিম, ডা. নূরউদ্দিন জাহেদ, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৬ (রাউজান) বখতেয়ার উদ্দিন খান, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিক আংশিক) সৈয়দ নজরুল ইসলাম, মো. দিদারুল আলম, মুজিবুর রহমান, মো. নুরুল আনোয়ার, মো. আবু তাহের, আশেক রসুল খান, এম.এ সুফিয়ান সিকদার, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) রিয়াজ হায়দার চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ, মশিউর রহমান চৌধুরী, মো. জালাল উদ্দীন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) মো. আসলাম হোসেন, সাইফুদ্দিন খালেদ, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, আব্দুস সবুর লিটন, মো. ছালামত আলী, মো. ফয়সল আমীন, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ মনোয়ার হোসেন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) মশিউর রহমান চৌধুরী, ইকবাল আলী, মোহাম্মদ আব্দুল লতিফ, মোজাফ্ফর আহমদ, হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইলিয়াছ, ইমরান ফাহিম নূর, সায়রা বানু রুশনী, চট্টগ্রাম-১২ (পটিয়া) মো. হাবিবুল হক চৌধুরী, মো. মহিউদ্দিন, মোহাম্মদ ফারুক, রাশেদ মনোয়ার, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী, মুহাম্মদ বদিউল আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) মো. আবুল বশর ভূঁইয়া, মাহবুবুর রহমান, মামুন উল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) মো. আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী, দেলোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) শেখর দত্ত, সাইফুদ্দিন আহমেদ রবি, আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন, সামসুদ্দীন আহমদ চৌধুরী (শামস্) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মশিউর রহমান ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন দুটি আসন থেকে মনোনয়নপত্র নেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সাইফুল ইসলাম, জাফর আলম, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আব্দুল খালেক চৌধুরী, মোস্তফা আনোয়ার, মো. ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-৩ (সদর) মাসেদুল হক রাশেদ, সাইমুম সরোয়ার কমল, মাহাবুব উল হক মুকুল, আনিস উল মাওয়া, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) দুলাল মল্লিক, জাফর আহমদ, বান্দরবান আসনে মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. মজিবর রহমান, খাগড়াছড়ি আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. জসিম উদ্দিন চৌধুরী, চিংকিউ রোয়াজ, রাঙ্গামাটি আসনে মো. কামাল উদ্দিন, সন্তোষ কুমার চাকমা, আব্দুল মতিন, সমরেশ দেওয়ান, স্নেহ কান্তি চাকমা, জয়সেন তঞ্চঙ্গ্যা মনোনয়নপত্র সংগ্রহ করেন।