তিন ইস্যুতে উত্তাপ চট্টগ্রামে

94

বিশেষ প্রতিনিধি

তিন ইস্যু উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামে গত কয়েকদিনে। প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের উস্কানিমূলক বক্তব্য- এ নিয়ে নিন্দা-প্রতিবাদ-ক্ষোভ, ক্ষোভ-প্রতিবাদ জানানোর মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের অস্ত্র প্রদর্শন এবং বিএনপির সামর্থ্য প্রদর্শনের পদযাত্রা ও পাল্টা শান্তি সমাবেশ। এ তিনে তোলপাড় করা বিষয় হলো অস্ত্র হাতে এমপির মিছিল। প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলের অগ্রভাগে তিনি। ঘটনার পর এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা এমপি দু’একটা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিএনপিকে প্রতিরোধ করা’ এবং ‘নিরাপত্তার জন্য’ এ কাজটি করেছেন। উদ্দেশ্য যা-ই হোক এটি চট্টগ্রামে এবং অন্তর্জালে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে সারাদেশে তোলপাড় করা ঘটনা। হতবাক করা এ ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এমন ঘটনা কেন? খতিয়ে দেখছে পুলিশ। অবশ্য এর আগেও এ জাতীয় কিছু ঘটনার জন্য তিনি ছিলেন আলোচনা-সমালোচনায়। তাঁর দলের নেতাদের অনেকেই মনে করেন, এসব হলো সর্বশীর্ষ মহলের মনোযোগ আকর্ষণ করে বিশেষ স্বার্থ হাসিলের ‘কূটকৌশল’।
এর আগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনা ও ক্ষোভের কেন্দ্রে এলেন বিএনপির চাঁদ। তার বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়েছে চট্টগ্রামেও। গত সোমবার প্রতিবাদ, প্রতিরোধের কর্মসূচিতে উত্তপ্ত ছিল রাজপথ। হুমকির জবাবে পাল্টা হুমকি, বিচার দাবি। মিছিল সমাবেশে ছিল ক্ষোভের আগুন। উস্কানিমূলক বক্তব্য দিয়ে চাঁদ কোথায় লুকিয়ে গেলেও ক্ষোভের আগুন জ্বলছে এখনো। লক্ষ্যণীয় বিষয় হলো চাঁদের মত বেফাঁস কথা বলা এবং অস্ত্র প্রদর্শন করার মত বিষয়গুলো নিয়ে দল থাকে মন্তব্যহীন।
গতকাল রাজপথে উত্তাপ ছড়িয়েছে বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি শান্তি সমাবেশ। নগরে দুই কর্মসূচিই ছিল জমজমাট। মিছিল স্লোগান আর পাল্টাপাল্টি বক্তব্যে মুখর। পাল্টাপাল্টির রাজনৈতিক সংস্কৃতিতে থাকতে অভ্যস্ত জনগণ জমজমাট রাজনৈতিক অঙ্গন অপছন্দ করে না- শুধু অপছন্দ করে হত্যার হুমকি এবং মিছিলে এমপির হাতে প্রকাশ্যে অস্ত্র। বাঁশখালীর ঘটনার পর নেট জগতে তোলপাড় করা মন্তব্য ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে- এটাই মনে হচ্ছে।