তারেক সোলেমান স্মরণে জুঁই খেলাঘর আসরের সভা

35

 

জুঁই খেলাঘর আসরের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জুঁই খেলাঘর আসরের প্রধান উপদেষ্টা মরহুম তারেক সোলেমান সেলিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ১৫ জানুয়ারি নগরীর আলকরণস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ করেন খোলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন সেন, ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩১নং আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সংগঠক আকরাম আলী খান, আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইমতু। সংগঠনের সভাপতি তারেক নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার শীলের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন জুঁই খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ডা. সজীব তালুকদার, তানভীর আহমেদ রিংকু, অমর চক্রবর্তী (বাবু), নারীনেত্রী পম্পী দাশ, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মো. ইউনুছ, শাহ আলম ইমন, নিউটন দত্ত, প্রকোশলী সবুজ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবু বক্কর ছিদ্দিক, মুহাম্মদ রবিউল হোসেন, পিংকী চৌধুরী, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সাজু, সঞ্জয় দেবনাথ, রেশমি দে, নিঝুম পারিয়াল, পার্থ চৌধুরী, রাহুল দাশ, অশ্রæ চৌধুরী, সুদীপ দে শুভ, রুমকী চৌধুরী, শাহরিয়ার আহমেদ শাকিব, দেবান্তিকা দে, অমিশা দত্ত, মুমু দত্ত, চন্দ্রিমা সরকার, রূপান্তিকা দে, তিন্নি ভট্টাচার্য, মো. অহি প্রমুখ। সভার শুরুতে সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিমের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া সভার পূর্বে তারেক সোলেমান সেলিমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুঁই খেলাঘর আসরের শিশু-কিশোররা। স্মরণসভায় বক্তারা বলেন, চসিক’র চারবারের কাউন্সিলর তারেক সেলিম ছিলেন আপাদমস্তক একজন সংগঠক এবং মানবিক মানুষ। তিনি নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে গেছেন। চট্টগ্রামের মানুষ তাকে আজীবন মনে রাখবে। তিনি মানুষের অন্তরে সারাজীবন বেঁচে থাকবেন। বিজ্ঞপ্তি