তরুণ-তরুণীরা বইমেলার প্রাণ: আ জ ম নাছির

18

একটি জাতিগোষ্ঠীর সভ্যতা বিনির্মাণ ও জ্ঞানগত উন্নয়নে বইমেলা ব্যাপক কার্যকরী ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, তারুণ্যের উচ্ছ¡াস আত্মশক্তি ও দৃঢ়তাই সাফল্যের ভিত্তি। তারুণ্যের উচ্ছ¡াসই মানবজীবনকে সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রেরণা দান করে। যেখানে া মানসিক শক্তি গতিহীন সেখানে উন্নতি ও সমৃদ্ধির পথ বন্ধ।
লেখক, প্রকাশক ও পাঠক একই সূত্রে গাঁথা এবং পরস্পরের পরিপূরক। গত শুক্রবার সন্ধ্যায় চসিক আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নাট্য ব্যক্তিত্ব অভিক ওসমান এর সভাপতিত্বে প্রধান আলোচক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ এবং আলোচক হিসেবে ড.শামসুদ্দিন শিশির, ড. সৌরভ সাখাওয়াত, কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বই মেলা কমিটির আহŸায়ক কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মন্জু।
প্রধান বক্তা শুকলাল দাশ বলেন, যারা সমাজের অগ্রসর চিন্তা চেতনার মানুষ তারাই বইমেলায় আসেন। সৃজনশীল মানুষের মহাপ্রয়াস হচ্ছে বইমেলা।
সভাপতির বক্তব্যে অভিক ওসমান বলেন, আমরা ৭১’র তরুণরা ৫২, ৫৪, ৫৮, ৬২, ৬৯, ৭০ সর্বোপরি ৭১ পর্যন্ত যে পতাকা বহন করে এসেছি তা আজ নতুন প্রজন্মের হাতে তুলে দিলাম। তারাই বিনির্মাণ করবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বিজ্ঞপ্তি