ব্যাংক খাতের তথ্য প্রকাশের ওপর কড়াকড়ি আরোপ করছেন বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশেষ করে ব্যাংক খাতে বিভিন্ন অনিয়ম এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর গণমাধ্যমে খবর প্রকাশ হলেই সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ডেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে। গণমাধ্যমে রিপোর্ট প্রকাশকে কেন্দ্র করে গত কয়েক দিনে তিনজন নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে কর্মকর্তাদের নিষেধ করা হচ্ছে। বেশিরভাগ বিভাগে সাংবাদিকদের প্রবেশ আটকাতেও নানা কৌশল নেওয়া হচ্ছে। জানা গেছে, নিচের পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন পরিদর্শন বা পর্যালোচনার মাধ্যমে অনিয়ম উদ্ঘাটন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠান। তবে উচ্চপর্যায়ে যাওয়ার পর কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রবণতা দেখা যায়। গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হলে ছাড় দেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা যাতে কোনোভাবেই তথ্য প্রকাশ না হয়, সেজন্য অধস্তনদের সতর্ক করছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, মুখপাত্রের বাইরে কেউ গণমাধ্যমে বক্তব্য দেবেন না। যে কারণে হয়তো সতর্ক করা হয়েছে।