ডেঙ্গু প্রতিরোধে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় কোতোয়ালী থানার মোড়ে গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির পথসভা এবং পদযাত্রা গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চণ ভৌমিক। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। বক্তব্য দেন রাজা মিয়া, সুযশময় চৌধুরী, শফিউদ্দিন কবির আবিদ, মো. জানে আলম, আবুল বাসার হেলাল, এম নুরুল হুদা চৌধুরী, চৌধুরী জসিমুল হক, দিলরুবা খানম ছুটি, মো. আইনুল আলম ডিউক, কাজী রাজেশ ইমরান, নজরুল ইসলাম, এম কাইছার উদ্দীন, মোফাজ্জল হায়দার, মিজান চৌধুরী, মো. আব্দুর রহমান, লায়ন মো. মাহতাব উদ্দীন, মোরশেদ আলম প্রমুখ।
বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রæত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহŸান জানান। ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে গণসচেতনতা সৃষ্টি করতে পাড়া মহল্লায় ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে চসিক, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান তারা। পাশাপাশি সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবী জানান। গণসচেতনতা তৈরিতে পাড়া-মহল্লায় কমিটি গঠনেরও দাবী জানান তারা। বিজ্ঞপ্তি