ডিয়েগো স্বর্গ থেকে দেখছেন: মেসি

10

স্পোর্টস ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়টি কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার প্রতি উৎসর্গ করেছেন লিওনেল মেসি। মেসি বলেন, ডিয়েগো স্বর্গ থেকে আমাদের দেখছেন এবং দলকে চূড়ান্ত পর্যায়ে ঠেলে দিচ্ছেন। বিশ্বকাপের সেমি ফাইনালে উঠায় স্বস্তির অনুভূতিও বর্ণনা করেছেন ৩৫ বছর বয়সী লিওনেল মেসি। মেসি বলেন, যখন লাউতারো টাইব্রেকারে গোল করলেন এবং আমরা সেমি ফাইনাল নিশ্চিত করলাম তখন অসামান্য আনন্দ অনুভব করেছি। আমাদের বুকে ভার হয়ে ভর করেছিল এই ম্যাচ। শুরু থেকেই এটি একটি কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম এই ম্যাচ কঠিন হবে। ডাচদের বিপক্ষে গোল পেয়েছেন মেসি। ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সাত বারের ব্যালন ডি অর জয়ী। এ নিয়ে বিশ্বকাপে মেসির গোল হলো ১০টি- যা ম্যারাডোনার চেয়ে দুটি বেশি। মেসি এখন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথ সর্বোচ্চ গোলের মালিক। ১০ গোল নিয়ে এতদিন এ রেকর্ড ছিল একমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতার দখলে।