পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে চার দফা বাস্তবায়নের দাবি ও পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বান্দরবান জেলা শাখার উদ্যোগে গত ৫ অক্টোবর আইডিইবি বান্দরবান জেলা কার্যালয়ে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বান্দরবান জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী মং সুই খই এর সভাপতিত্বে ও জেলা আইডিইবি’র দপ্তর সম্পাদক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহŸায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোবারক হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব প্রকৌশলী মো. রফিকুজ্জামান, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, আইডিইবি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আমানুর রহমান। বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মামুনুর রশীদ, বিউবো’র সহকারী প্রকৌশলী মতিউর রহমান, জনশক্তি ডিপ্রকৌস জেলা সভাপতি প্রকৌশলী মো. মহিউদ্দিন, প্রফেশনাল ডিইএ’র জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী রাহুল সুশীল প্রমুখ। বিজ্ঞপ্তি