যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহের হিমশীতল আবহাওয়ার মধ্যে বিদ্যুতের দাম নতুন করে নির্ধারণের পর লাগাম ছাড়া বিল নিয়ে বিপাকে পড়েছেন রাজ্যটির দুর্যোগকবলিত বাসিন্দারা। মাত্র কয়েকদিনের ব্যবহারেই তাদের বিদ্যুৎ বিল ১৬ হাজার ডলারের বেশি এসেছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। এমনিতে টেক্সাসের বাসিন্দারা শীতকালের মৃদু আবহওয়া উপভোগ করলেও গত কিছুদিন ধরে রাজ্যটির অধিকাংশ এলাকা তুষারে ঢেকে আছে। তাপমাত্রা ৩০ বছরের মধ্যে সবচেয়ে কমে গিয়ে মাইনাস ১৮ সেলসিয়াসে দাঁড়িয়েছিল।
এখন টেক্সাস তাপমাত্রার ওই হিমশীতল অবস্থা থেকে বের হয়ে আসছে। তারপরও সাপ্লাইয়ের পানি দূষিত হয়ে থাকতে পারে শঙ্কায় বহু বাসিন্দা পানি ফুটিয়ে পান করছেন।