জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জোগীশিস) মহানগর কমিটির উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে কানু বিকাশ মল্লিকের সভাপতিত্বে গীতা উৎসব ও জ্যোগীশিস মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জ্যোগীশিস অধ্যক্ষ বিদেহানন্দ মহারাজ, নবনির্বাচিত কমিটির সভাপতি সুজয় কুমার দাশ, কার্যকরী সভাপতি সমীর ঘোষ, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, মহিলাবিষয়ক সম্পাদক রাজশ্রী মজুমদার চৌধুরীসহ ৩২ সদস্য বিশিষ্ট কমিটির শপথবাক্য মহারাজ পাঠ করানো হয়।
এতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সাধিকা কানন দেবী (সন্তোষী মা)। জ্যাগীশিস সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা ও রাজশ্রী মজুমদার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সমীর ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি সুজয় কুমার দাশ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা।
বক্তব্য রাখেন মিলন শর্মা, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক সুভাষ দাশ, শম্ভু দাশ, শিক্ষক উত্তম চক্রবর্তী, অলক কুমার চৌধুরী, মাস্টার অজিত শীল, অধ্যাপক শিপুল দে, উত্তম মহাজন, রতন বনিক, মানিক শীল, অমলেন্দু ধর, স্বপন কুমার দাশ, জেকি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি