বিএনপি-জামায়াত-শিবিরের হরতালের নামে অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের অরাজকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর নেতৃত্বে তকাল ভোর ছয়টা থেকে নগরীর জিইসি মোড় বাটাগল্লি ও ষোলশহর জয় বাংলা পার্কের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। হাবিবুর রহমান তারেক বলেন, আমরা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির নির্দেশনা ও আরশেদুল আলম বাচ্চুর পক্ষে অবস্থান নিয়েছি, যাতে বিএনপি জামায়াত শিবির হরতালের নামে অগ্নিসন্ত্রাস ও জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে। রাজপথে আছি সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য।
অবস্থান কমসূচিতে সাজ্জাদ হোসেন টিপু, ইমাম উদ্দীন নয়ন, ওয়াহিদ আলম, রাকিব হায়দার, আওরাজ ভূইয়া রওনজ, জাবেদ রহিম মুন, হাসান তারেক সায়েম, আশরাফ সাদমান, জোবায়েরুল এহসান, নিলয়, সাইফুল ইসলাম, ইফতেখার উদ্দীন, রবিউল ইসলাম ইফতু, ফয়েজ আহাম্মেদ, হায়দার আলী,মোহাম্মদ রাব্বি, মহিন, রবিউল হোসেন তানভিরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি