জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর মাদারবাড়িস্থ ফাউন্ডেশন কমপ্লেক্সে গত ১৫ নভেম্বর সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ শাহিন হামিদ ইব্রাহিম এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন বিশ্ববিখ্যাত আলেমেদ্বীন, ওলীয়ে রাব্বানী, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদীস, ইমামে আহলে সুন্নাত, ২০২০ সালে রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। বিশেষ অতিথি ছিলেন হাফেজ ক্বারি ইলিয়াস শাহ। প্রধান বক্তা ছিলেন রাহবারেদ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি রেজাউল কাওসার। আরোও উপস্থিত ছিলেন শামশুদ্দীন, সোহেল মোহাম্মদ ইসলাম, শহিদুজ্জামান, আব্দুল কাদের, ইয়াসিনুলহক, রাশেদুল ইসলাম, আব্দুল কাদের ইব্রাহিম, লোকমান আজাদ, শরীফ আলী আহমেদ ফাত্তাহ, কামরুল আলম, আবু হানিফ, হাফেজ ফরিদুল আলম, হাফেজ মাওলানা হোসাইন কুতুবী, বেলাল উদ্দিন, সোহেল আহমেদ প্রমুখ। উক্ত মাহফিলে বক্তারা অবরুদ্ধ গাজায় খুনী উগ্রবাদী ইসরায়েলী কর্তৃক বর্বর ও নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, অস্ত্রের যুদ্ধ নয় মূলত মানবতার বিপ্লবই দুনিয়ার সকল সংকটের একমাত্র সমাধান। বিজ্ঞপ্তি