ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরা চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমপির সাথে শনিবার সন্ধ্যায় চকরিয়াস্থ এমপির নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় এক সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে জাফর আলম এমপি বলেন, স্বাধীনতা উৎসব উদযাপন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযাত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আশা করি দলের নেতৃবৃন্দ উৎসবে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করে যাবেন।
একইদিন রাতে নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছার সাথে সৌজন্যে সাক্ষাত করেন। এসময় তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক বাহাদুর হক, উৎসব কমিটির আহবায়ক শেখ বশির আহমদ হেলালী, সদস্য সচিব রেজাউল করিম রেজু, যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা এম. বেলাল আজাদ, সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ শাহজালাল, সহসভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, সদস্য ও প্রচার সম্পাদক শামসুল আলম, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক এসএম মনজুর, ৩নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আকতার কামাল, ১নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক শফিউল আজম, ইউনিয়ন আ.লীগ সদস্য কামাল উদ্দীন, ৪নং ওয়ার্ডের আলী আহমদ ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
সভায় আগামী ১১ মার্চ স্বাধীনতার উৎসবে স্বাধীনতা সংগ্রামের সারথী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্যা এমপি তনয়া ও ইউনিয়নের প্রবীণ আ’লীগ নেতাদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
একই সাথে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষে আগামী ৪ ফেব্রæয়ারি বাদে জোহর কিশলয় স্কুল মিলনায়তনে পরবর্তী প্রস্তুতি বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউনিয়ন আ.লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন কমিটি।