জাগৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে করোতোয়া দল। গতকাল হাটহাজারী পার্বতী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাঙ্গু দলকে পরাজিত করে তারা। সমাপনী খেলায় সভাপতিত্ব করেন জাগৃতির সভাপতি ইফতেকার উদ্দীন মো: আলমগীর এবং সঞ্চালনায় ছিলেন জাগৃতির সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ আবুল কালাম বাছিক ও টুর্ণামেন্টের আহবায়ক কফিল উদ্দিন মুন্না।
খেলায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এম,পি। বিশেষ অতিথি ছিলেন ৪নং গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি এস,এম রফিক হাসান, দুবাই কেন্দ্রিয় আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ এনাম উদ্দিন রুবেল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি লোকমান চৌং, জাফরুল আলম চৌং, আহবায়ক ফিরোজ মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ও মো: ওসমান। আরো উপস্থিত ছিলেন নাছিরুল আলম হেজাজী, সেলিম চোধুরী মানিক, আরফানুল হক বাদল, জাগৃতি কার্যকরী পরিষদের র্কমর্কতা যথাক্রমে মোঃ বোরহান উদ্দীন চৌং, জাহাঙ্গীর আলম, হাদী জমির উদ্দীন, মোঃ মোরশেদ, আবু তাহের , নাজিম উদ্দিন, সাইফ মোরশেদ, সাকিব হোসেন, ইসমাইল জসিম, বখতিয়ার, ওসমান, মহিউদ্দিন কাশেম সহ আরো অনেকে। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন মোঃ সালাহউদ্দিন।