জনগণ বিএনপির আন্দোলন-হরতাল প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর। গতকাল সোমবার দেওয়ানহাটে ডবলমুরিং থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মেয়র।
মেয়র বিএনপির উদ্দেশে বলেন, বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতির মূলধারায় আসেন। অর্থনীতি ধ্বংসকারী হরতাল ডেকে কোন লাভ হবে না। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সন্তুষ্ট। তাই জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন দোস্ত মোহাম্মদ। সভাপতিত্ব করেন সৈয়দ মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ইদ্রিস কাজেমী, মোহাম্মদ ইব্রাহিম এবং কাউন্সিলর নাজমুল হক ডিউক। সঞ্চালনা করেন ওহিদুর রহমান মহসীন। বিজ্ঞপ্তি