জনগণের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নাই : এম এ সালাম

14

হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে তৃণমূল কর্মীসভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ২০ মে সন্ধ্যায় গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে সংগঠনের সভাপতি ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম।
তিনি বলেন, অগ্নি সন্ত্রাসী বিএনপি আবারও মাঠে নেমেছে, তারা দুর্নীতি এবং হাজীদের নিকট হতে লুটের টাকায় সন্ত্রাস- নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ও অস্থিতিশীল করতে চায় কিন্তু দেশের মানুষ তাদের এই অপচেষ্টা কখনোই সফল হতে দিবে না, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা দেশের মানুষকে সাথে নিয়ে মানুষের কল্যাণে বিএনপি-জামায়াত অপশক্তিকে প্রতিহত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজউদ্দৌলা চৌধুরী, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার মো. মুসা, এস এম সোহরাওয়ার্দী, মাস্টার ফরিদ আহমেদ, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, আলমগীর জামান চেয়ারম্যান, এস এম রাব্বান, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের নুরুল আবছার চৌধুরী, মো. দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুব লীগের মো. শহিদুল আলম, অধ্যাপক নাজমুল হুদা মনি, স্থানীয় নেতা মো. মশিউর রহমান, দিদারুল আলম চৌধুরী, মো. তৌহিদুল ইসলাম, মো. মইনুদ্দিন, শফিউল আলম মানিক, মো. নূর, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ লোকমান, শাহেদ চৌধুরী, শিল্পী মেম্বার, বিবি ফাতেমা, জাহেদ মেম্বার, নিজামুদ্দিন জয়নাল, মো. মাসুম, আব্দুল্লাহ আল মামুন, হোসাইন অভি, শহীদ মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, হাটহাজারীর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এম এ সালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ তারা জননেত্রী শেখ হাসিনা ও সংগঠনের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তবে জোট হোক মহাজোট হোক বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আওয়ামী লীগের নেতাকেই নৌকা মার্কা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য তারা জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানান।