মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে, কেএম এজেন্সি ও বাকলিয়া কন্সট্রাকশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াপাড়া লায়ন্স ক্লাব । শুক্রবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা রাঙ্গুনীয়া ফুটবল একাডেমীকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। হাফ টাইমের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল করে নোয়াপাড়া লায়ন্স ক্লাবের মো: আকিব, ৬১ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে মো: জহির, রাঙ্গুনীয়া ফুটবল একাডেমীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় এমেকা । ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম মোঃ জোবায়ের এর সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ তানসীর তাইমুর মোরশেদ।
এতে আরও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোঃ আলমগীর, এস এম মামুন রশীদ, লিটন রায় চৌধুরী, সদস্য সচিব মো: জাহাঙ্গীর আলম, সদস্য মানিক, আলাউদ্দীন ভূইয়া, ফারুক রানা, সোহেল, ইসমাইল, সানি, রাজু, নয়ন, আলোউদ্দীন, এস রানা, জনি, রুবেল, আসিফ, আরাফাত, ফয়সাল, রাশেদ, সাহেদ, অভি, নূরউদ্দিন, মারুফ, শহিদ, রঞ্জয়,মান্না, ইয়াসিন, রিফাত,সালাউদ্দিন, মোহররম, আলামিন প্রমুখ।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফিসহ নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা, রানার্স আপ দল রাঙ্গুনীয়া ফুটবল একাডেমীকে ট্রফিসহ ১লক্ষ টাকা পুরষ্কার তুলে দেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় এমেকা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মো: রায়হান, সেরা গোলদাতা মো: সাইম, সেরা গোলকিপার মো: জহির, সেরা ম্যানেজার বোরহান উদ্দিন এবং সুশৃঙ্খল দল হিসাবে পুরষ্কৃত দেওয়া হয়।