চৌধুরী গোলাম আকবর

5

 

লেখক, লোকসাহিত্য গবেষক। ১৯২১ সালের ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার (বৃহত্তর সিলেট) দুর্গাপুর গ্রামে তাঁর জন্ম। তিনি ১৯৩৬ সালে এমই এবং ১৯৪২ সালে ম্যাট্রিক পাস করেন। এবছরই তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পেশা গ্রহণ করেন এবং পঁচিশ বছর চাকরি করার পর ১৯৬৭ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
লোকসাহিত্যের প্রতি গোলাম আকবরের ছিল বিশেষ আকর্ষণ। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলা একাডেমী কর্তৃক লোকসাহিত্যের সংগ্রাহক নিযুক্ত হন। এ উদ্দেশে তিনি সিলেট অঞ্চল ঘুরে ঘুরে বিপুল সংখ্যক গাথা, গীতিকা, প্রবাদ, বচন, বারোমাসি গান ইত্যাদি সংগ্রহ করেন। পরবর্তীকালে এসবের ওপর তিনি বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা এবং অনেক গীতিকা সম্পাদনা করেন। তাঁর প্রকাশিত কয়েকটি মূল্যবান গ্রন্থ হলো: সিলেট গীতিকা (১৯৬৮), খোলাফায়ে রাশেদা বা চার খলিফার পুঁথি (১৯৬৯), সাধক কবি ভবানন্দ (১৯৭৮), সিলেট নগরী পরিক্রমা (১৯৭৮), রাধারমণ সঙ্গীত (১৯৮১), লোকসাহিত্যে ইসলাম (১৯৮৭) ও লোকসাহিত্যের কথা (১৯৮৮)। তিনি দেশে-বিদেশে একজন লোকসাহিত্য-গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেন।
বাংলাদেশের লোকসাহিত্য সম্পর্কে বক্তৃতা দেওয়ার উদ্দেশে গোলাম আকবর ১৯৭৭ সালে আমেরিকায় অনুষ্ঠিত সাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়ান ফোকলোর স্টাডিজ-এর ২৩তম অধিবেশনে যোগদান করেন এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশের লোকসাহিত্যের ব্যাপকতা ও গুরুত্ব বিশ্ববাসীর নিকট তুলে ধরেন। ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর মৌলভীবাজারে তাঁর মৃত্যু হয়। সূত্র: ইন্টারন্যাট