আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সংস্থাটির নতুন সভাপতি হচ্ছেন কাউন্টি দল হ্যাম্পশায়ারের সাবেক অধিনায়ক মার্ক নিকোলাস। তবে এমসিসির একটি বিশেষ পদ ‘চেয়ার অব এমসিসি’ অলঙ্কৃত করবেন লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা।
এমসিসি সোমবার জানিয়েছে, ৬ বছর ধরে ‘চেয়ার অব এমসিসি’র দায়িত্বে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের থেকে দায়িত্ব নিচ্ছেন লঙ্কান সাবেক সাঙ্গাকারা। সাঙ্গাকারা ২০২১ সালে এমসিসির প্রথম নন-ব্রিটিশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দু’বছর পদে থাকলেন ৪৫ বর্ষী তারকা। কয়েক বছর ধরে অবশ্য এই কমিটির সদস্য ছিলেন সাঙ্গাকারা। তার অধীনে কমিটিতে আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর, জাস্টিন ল্যাঙ্গার, ইয়ন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ এবং রিকি স্কেরিট। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে গড়া এ কমিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এর সদস্য দেশগুলোর একটি পরিপূরক সংস্থা হিসেবে কাজ করে থাকে।