আন্তর্জাতিক ডেস্ক
চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স (পিএলএআরএফ) এ ঝাঁকুনি দেওয়ার পরে পিএলএ-এর সামরিক আদালতের প্রধান চেং ডংফাংকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তাকে নিয়োগের মাত্র ৮ মাসের মধ্যে এ সিদ্ধান্ত নিল সরকার। ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি সামরিক নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে ভোট দেওয়ার পর চেংকে অপসারণ করা হয়। এনপিসি একটি বিবৃতির মাধ্যমে পরিবর্তন বিষয়ে অবহিত করলেও অপসারণের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।
চীনের শীর্ষ সামরিক আদালতের প্রধান হিসাবে দায়িত্ব পাওয়ার আগে চেং পিএলএ নৌবাহিনীর একজন রিয়ার অ্যাডমিরাল, ২০২১ সালে পিএলএ-এর সামরিক প্রকিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ২০২২ সালের ডিসেম্বরে সামরিক আদালতের প্রধান নিযুক্ত হন। গত মাসেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিএলআরএফ-এর দুই জেনারেলকে প্রতিস্থাপন করেন, যা দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার পরিচালনার সঙ্গে সম্পৃক্ত একটি বাহিনী।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে দুই বরখাস্ত জেনারেলকে কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি। গত বছর শি একটি অধ্যয়ন অধিবেশনে সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনীর উপর তার “নিরঙ্কুশ নেতৃত্ব” নিশ্চিত করতে চীনের সামরিক বাহিনীকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত “নির্ভরযোগ্য ব্যক্তিদের” দ্বারা নেতৃত্ব দেওয়া উচিত।