চন্দনাইশ পৌরসভার কাঞ্চনপাড়া সড়কটি এখনো কাঁচা

9

চন্দনাইশ পৌরসভার কাঞ্চনপাড়ার নতুন বাড়ি সড়কটি এখনো কাঁচা। নেই কোন সড়ক বাতি। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২২/২৫ বছর পূর্বে কাঞ্চন বাড়ির অর্ধশতাধিক পরিবার পার্শ¦বর্তী জমিতে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। এ সকল পরিবারের সদস্যদের চলাচলের জন্য একটি কাঁচা রাস্তা শহীদ মুরিদুল আলম সড়ক থেকে গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন সড়কে সংযুক্ত হয়। প্রায় ১ কি.মি. দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকলেও পৌরসভা কর্তৃপক্ষ ব্রিক সলিন বা সংস্কারের উদ্যোগ গ্রহণ করছেন না বলে স্থানীয়দের অভিযোগ। সে সাথে এ সড়কটিতে পৌরসভা কর্তৃপক্ষ কোন ধরনের সড়ক বাতিও লাগাইনি। ফলে বর্ষা মৌসুমে এ সড়কে যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হেঁটে ও চলাচলে দুর্ভোগ পোহাতে হয় বসবাসকারীদের। গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটি উত্তর সীমানায় বিশাল গর্ত করে মাটি তোলার কারণে যেকোনো সময় শিক্ষার্থীদের যাওয়া-আসার পথে দুর্ঘটনার পাশাপাশি উভয় সড়ক বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হতে পারে বলে জানিয়েছেন পিপিএস’র নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেছেন, তিনি বিষয়টি সরেজমিনে দেখে প্রদক্ষেপ গ্রহণ করবেন। অথচ এ সড়ক দিয়ে গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী চলাচলের পাশাপাশি পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচল করতে হয়। সড়কটি সংস্কারের ব্যাপারে স্থানীয়রা পৌরসভা মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন। পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, স্থানীয় কাউন্সিলর প্রকল্প উপস্থাপন করলে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হবে। -চন্দনাইশ প্রতিনিধি