চন্দনাইশ উপজেলা পরিষদের দেয়াল পোস্টারে ঢাকা

35

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা পরিষদের কার্যালয়ের বারান্দার দেয়াল রাজনৈতিক নেতাদের পোস্টারে ঢাকা পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ উপজেলা পরিষদের নিচ তলার বারান্দা, সামনের দেয়াল, প্রধান গেইটের উভয় পাশে রাজনৈতিক নেতাদের পোস্টারে পোস্টারে ঢেকে গেছে। উপজেলা পরিষদের নিচ তলায় থাকা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় যেন পোস্টারের দোকানের রূপ ধারণ করেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেছেন, যেহেতু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও জাতীয় নেুাদের পাশাপাশি রাজনৈতিক নেুাদের ছবি সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে বিধায় এ ব্যাপারে কারো কিছু বলার সাহস হচ্ছে না। তবে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেয়ালের পোস্টার অপসারণ পূর্বক কার্যালয়ের সঠিক চিত্র তথা পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানান।