চন্দনাইশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

7

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপজেলা সদরস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কেক কেটে কার্যক্রম শুরু হয়।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর বিএনপি’র আহব্বায়ক মাহমুদুর রহমান মাদুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহব্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আ ক ম মোজাম্মেল হক।
বিএনপি নেতা নুরুল হুদা বাবরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা যথাক্রমে মেম্বার সামশুদ্দীন, মনজুর মোরশেদ চৌধুরী, জসিম উদ্দীন মিন্টু, নুরুল কবির, সিরাজুল মোস্তফা, নাছির উদ্দীন সিকদার, ফয়েজ আহমদ, এস্কান্দর মির্জা, নওশা মিয়া, খোরশেদ আলম, মো. রিয়াজ উদ্দীন, গোলাম রসুল বাবুল, আবু সমা, মুজিবুল হক খোকা, প্রবাসী আবদুর রহিম, সেলিম উদ্দীন, আমিনুল ইসলাম, আবদুস সালাম, শাহাজাহান চৌধুরী, যুবদল নেতা, নেছার উদ্দীন, মোশারফ হোসেন, জাকের হোসেন, সামশুল আলম, ফোরকান উদ্দীন, নাছির উদ্দীন সিকদার, ছাত্রদল নেতা রিয়াদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন বর্তমান সরকার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে মাঠে আন্দোলন করে যাচ্ছে। আগামি জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ব্যক্তির নিকট ক্ষমতা হস্তান্তর না করে নির্বাচনের চেষ্টা করা হলে ভোটাধিকার হারানো মানুষ তা প্রতিহত করবে।