চন্দনাইশ প্রতিনিধি
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, ডি আর আর এ’র সার্বিক সহযোগিতায় উপজেলা ভিডিও কনফারেন্সে হলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, দক্ষিণ জেলা মহিলা আ.লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া, ডি আর আর এ প্রতিনিধি সি. এফ. জি. এম. নুরুন্নবী হাসান, সি. এফ. আরফাতুন নাহার প্রমুখ।