চন্দনাইশ প্রতিনিধি
বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে চন্দনাইশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। তিনি গতকাল ১৪ ডিসেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, আ.লীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা নবাব আলী, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ কর্মসূচীর আওতায় চন্দনাইশে ২ হাজার ৬৫০ জন কৃষককে হাইব্রিড ধান বীজ, ১ হাজার ৩৭৫ জন কৃষককে ৫ কেজি উফশি ধান বীজ ও ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হবে কৃষি অফিস সুত্রে জানা গেছে। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে ও কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতিটি জমিকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন তিনি।