দাবার ঘুটি চালের মাধ্যমে উদ্বোধন হলো মাসব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার এবারের আয়োজন। সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়াসহ নানা কর্মকাণ্ডে সাইফ পাওয়ারটেক পাশে রয়েছে। আগামীতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের গঠনমূলক প্রতিটি কাজে সাইফ পাওয়ারটেক পাশে থাকবে। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম। তাই দেশের ক্রীড়ার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। তিনি বলেন, বর্তমান প্রজন্মের সন্তানরা একটা ঘরের অভ্যন্তরে নানা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত থাকে। এদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। ক্রীড়াঙ্গণের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে করে সমাজে কিশোর অপরাধও হ্রাস পাবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম-সম্পাদক শহীদুলাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাবেক সহ-সভাপতি আসিফ সিরাজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহসভাপতি রুবেল খান।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সদস্য আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম এবং শাহ নেওয়াজ রিটন, সিইউজে’র অর্থ সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৫০টিরও অধিক ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।