চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে জুলিয়ান উড

6

টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে জুলিয়ান রস উডের। বিশেষ করে পাওয়ার হিটিং কোচ হিসেবে সবার নজর কেড়েছেন জুলিয়ান। এবার সেই জুলিয়ানকেই কিনা প্রধান কোচের দায়িত্ব দিয়ে বাংলাদেশে আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে তারা লিখেছে, ‘জুলিয়ান রস উড। যাকে বলা হয় পাওয়ার হিটিংয়ের পথিকৃৎ। মূলত ক্রিকেটের সঙ্গে বেসবলের হিটিং মেথডের সমন্বয় এনেই পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন উড। পাওয়ার হিটিং নিয়ে এর মধ্যে কাজ করেছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে। ব্রিটিশ এই পাওয়ার হিটিং কোচ এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার ফ্যামিলিতে। চ্যালেঞ্জার্সদের হেড কোচ এই ব্রিটিশ পাওয়ার হিটার স্পেশালিস্ট। ওয়েলকাম জুলিয়ান উড।’