চট্টগ্রামে ৪২ জন পাচ্ছেন সেরা করদাতা সম্মাননা

80

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ৪২ জন পাচ্ছেন সেরা করদাতা সম্মাননা। আগামী ২৮ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে চট্টগ্রামের চারটি কর অঞ্চলে সেরা করদাতা সম্মাননা প্রদান করবে আয়কর বিভাগ। গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
চট্টগ্রাম আয়কর বিভাগের তথ্য মতে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে মোট ১২ জন দীর্ঘমেয়াদি সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১৮ জন সর্বোচ্চ করদাতা, ৬ জন নারী করদাতা এবং ৬ জন তরুণ পুরুষ করদাতা (৪০ বছরের কম বয়সী) নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর অঞ্চল থেকে ২০২১-২২ করবর্ষের দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী দুজন। তারা হলেন- ফজলুল হক এবং মৃদুল বড়ুয়া চৌধুরী। সর্বোচ্চ করদাতা তিনজন। তারা হলেন- আলী হোসাইন আকবর আলী, মোহাম্মদ নাদের খান এবং আবু মোহাম্মদ। আর সর্বোচ্চ করদাতা একমাত্র নারী হলেন, শামিম হাসান। এছাড়া তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হলেন, মোহাম্মদ মুমিনুল হক।
চট্টগ্রাম জেলা থেকে দীর্ঘ সময় ধরে করদাতা নির্বাচিত হয়েছেন মো. হাবিব উল্লাহ এবং মো. নাছির উদ্দিন ভূঁঞা। সর্বোচ্চ করদাতা তিনজন হলেন, মোহাম্মদ ইলিয়াছ, লিয়াকত আলী এবং শেখ জিয়াউল হক। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হলেন, রোকেয়া বেগম এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন সাফায়াত জামান খান।
কক্সবাজারের দীর্ঘ সময় ধরে করদাতা দুজন হলেন, বুলু বিকাশ দাশ এবং আ আ মো. আনোয়ারুল আজিম চৌধুরী। এছাড়া সর্বোচ্চ তিন করদাতা হলেন, মোহাম্মদ আয়ুব, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং প্রকৌশলী মো. আলমগীর। সর্বোচ্চ করদাতা নারী নির্বাচিত হয়েছেন পুষ্প রানী দাস এবং ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ হিসেবে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন ওমর ফারুক।
রাঙামাটি পার্বত্য জেলায় দীর্ঘ সময় ধরে করদাতা হলেন, মোহাম্মদ মামুনুর রশিদ এবং মো. ইসহাক মিয়া। এছাড়া সর্বোচ্চ করদাতা তিনজন হলেন, লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন এবং শোভন ধর। সর্বোচ্চ করদাতা নারী হলেন, সুইটি আক্তার এবং তরুণ পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন মো. তরিকুল ইসলাম।
বান্দরবানে দীর্ঘ সময় ধরে করদাতা দুজন হলেন, আবুল কাশেম সওদাগর এবং নিখিল কান্তি দাশ। এছাড়া সর্বোচ্চ করদাতা তিনজন হলেন, আবদুশ শুক্কুর, অমল কান্তি দাশ এবং মোহাম্মদ ইসলাম। এছাড়া সর্বোচ্চ করদাতা নারী হলেন হুরে জান্নাত হুরাইন এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা হলেন, সায়েদ হোসেন মো. জুয়েল।
খাগড়াছড়িতে দীর্ঘ সময় ধরে করদাতা দুজন হলেন, মো. সোলায়মান এবং প্রিয়দর্শী বড়ুয়া। এছাড়া সর্বোচ্চ করদাতা তিনজন হলেন, এস অনন্ত বিকাশ ত্রিপুরা, মো. নুর আলম এবং আবু জাহের। সর্বোচ্চ করদাতা নারী মোসাম্মাৎ ফরিদা আক্তার এবং তরুণ পুরুষ ক্যাটগরিতে সর্বোচ্চ করদাতা হলেন মো. আবুল কালাম ভূঁইয়া।
এদিকে ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রামের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। এরমধ্যে চট্টগ্রামের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।
আয়কর বিভাগের তথ্য মতে, কোম্পানি পর্যায়ে প্রকৌশল ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে ইস্পাত খাতে দেশের শীর্ষ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম। প্রতিষ্ঠানটি বৃহৎ করদাতা ইউনিটের অধীনে কর প্রদান করে।
জ্বালানি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তৈরি পোশাক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সিইপিজেডের ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। এই তিনটি প্রতিষ্ঠান চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর প্রদান করে।
এছাড়া অন্যান্য করদাতা শ্রেণিতে ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সার্সন রোডের এসএন কর্পোরেশন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে কর প্রদান করে। আর বিশেষ শ্রেণির তরুণ ক্যাটাগরিতে এবার ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা আসিফ ইকবাল মাহমুদ। আয়ের উৎস বা পেশা শ্রেণির নতুন করদাতা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন নাজমা আক্তার। তিনিও চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা।