চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনে নারী ও শিশুর মৃত্যু

8

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৪ জন ডেঙ্গু রোগী। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মৃত্যু হওয়া দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে মারা যান। এরমধ্যে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দুই বছর দুই মাস ১১ দিন বয়সী ফাহিমা আক্তারের মৃত্যু হয়। নগরের আকবরশাহ এলাকার বাসিন্দা এই শিশুকে ১৩ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একইদিন (শুক্রবার) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রোকেয়া বেগম (৪০)। সীতাকুÐের বাসিন্দা রোকেয়া বেগম এর আগে ১২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দু’জনেরই মৃত্যুর কারণ হিসাবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে, ৬ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৬৪ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ৬৭৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩২৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৭ হাজার ৩৪৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
চলতি সেপ্টেম্বরের গত ১৫ দিনে ১ হাজার ৮৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, ৩ হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রæয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে ২ হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।