নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নৌ-বাহিনীর মিড-শিপম্যান ২০২০ এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার (ব্র্যাভো) ২০২২ ব্যাচের কমিশন উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন মেয়র।
এসময় মেয়র চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও যাতায়াত সুবিধা বাড়াতে রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রায় ২৫০০ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন ও প্রতিমন্ত্রী পদমর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ সংক্ষিপ্ত আলাপে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে পরিকল্পনা গ্রহণ ও কাজ করে যেতে প্রধানমন্ত্রীর অব্যাহত সহযোগিতা কামনা করেন মেয়র রেজাউল।
রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রশ্নে অত্যন্ত আবেগী হয়ে উঠেন। চট্টগ্রামের সাথে তাঁর শৈশব থেকেই নিবিড় সম্পর্ক ও স্মৃতিকাতরতার কথা তিনি বরাবরই বলে থাকেন। চট্টগ্রামের মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর আস্থা ও তাঁর নিজের প্রতি চট্টগ্রামের মানুষের ভালবাসা, রাজনৈতিক সহযোগিতা ও জীবন উৎসর্গের বিষয়টি প্রধানমন্ত্রীকে আলোড়িত করে তোলে। তাই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বিগত ১০-১২ বছরে চট্টগ্রামবাসীকে অনেকগুলো বৃহৎ প্রকল্প উপহার দিয়েছেন। চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও স্মার্ট মহানগর ও জেলার দিকে। সমগ্র দক্ষিণ এশিয়ায় যা করা সম্ভব হয়নি, চট্টলদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে তা করে দেখিয়েছেন।
মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছি। যতটুকু সম্ভব, চট্টগ্রামের জন্য তার যে চিন্তা ও পরিকল্পনা তা যেন তিনি অব্যাহত রাখেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তাঁর সহযোগিতা যেন অব্যাহত রাখেন সে বিষয়ে অনুরোধ করেছি।